জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্বমানের স্টেশনে পরিণত হওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগুলো আগরতলা রেল স্টেশন। সোমবার দ্বিতীয় পর্যায়ের অমৃত ভারত রেলস্টেশন প্রকল্পে আগরতলা রেল স্টেশনে ৪৮ কোটি টাকার কাজ শুরু হয়েছে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সোমবার প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেশের ৫৪৪ টি রেল স্টেশনের আধুনিকিকরনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই ভিত্তিপ্রস্থ স্থাপন করেন।
এর মধ্যে আগরতলা রেল স্টেশনটিও রয়েছে। এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগতলা রেলস্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৫০৮ টি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে ৯১টি রেল স্টেশন ছিল।
ত্রিপুরায় এই প্রকল্পে ৩টি রেল স্টেশন রয়েছে ।এগুলি হল ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর। এখন দ্বিতীয় পর্যায়ে দেশে আরও ৫৪৪ টি রেল স্টেশন কে অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রেল স্টেশন রয়েছে ।ত্রিপুরায় এই প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনটিকে নির্বাচিত করা হয়েছে। এর জন্য ব্যয় হবে ৪৮ কোটি টাকা।
তিনি জানান ,এর আগে আগরতলা রেলস্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে পরিণত করতে ২৬০ কোটি টাকা বরাদ্ধ করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, এই সবগুলি উদ্যোগ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক গৃহীত এক্ট ইস্ট পলিসির মাধ্যমে। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার সহ এন এফ রেলওয়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন।