Site icon janatar kalam

অমৃতসরের স্কুলে বোমা হুমকি: সব স্কুল বন্ধ, পুলিশ ও সাইবার দফতর তদন্তে

জনতার কলম ওয়েবডেস্ক :-পাঞ্জাবের অমৃতসরে একাধিক স্কুলে ইমেল মারফত বোমা থাকার হুমকি পৌঁছানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এতে আতঙ্কে রয়েছেন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরাও।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক দল—সহ অ্যান্টি-সাবোটাজ ইউনিট—স্কুল চত্বরে তল্লাশি চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। সাইবার ক্রাইম শাখার দলও হুমকির উৎস খুঁজে বের করতে ইমেলের ট্রেইল অনুসন্ধান করছে।

অমৃতসর পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার (ল অ্যান্ড অর্ডার) আলম বিজয় সিং জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সকলকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) রাজেশ শর্মা জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আজ সরকারি ও বেসরকারি—সব স্কুলই বন্ধ রাখা হয়েছে এবং ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

Exit mobile version