Site icon janatar kalam

অমিত শাহ উদ্বোধন করলেন ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লখনৌ, থিরুভনান্তপুরম, ত্রিচি, কেলিকট ও আমৃতসর বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন-ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম উদ্বোধন করেছেন। এই উদ্যোগ আন্তর্জাতিক যাত্রীদের জন্য দ্রুত, সুশৃঙ্খল ও নিরাপদ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিশ্চিত করতে কাজ করবে। ভারতীয় নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (OCI) যাত্রীদের জন্য এই প্রোগ্রাম বিশেষভাবে সুবিধাজনক হবে।

এই প্রোগ্রাম ই-গেট বা অটোমেটেড বর্ডার গেটের মাধ্যমে পরিচালিত হবে, যার ফলে ইমিগ্রেশন প্রক্রিয়ায় মানব হস্তক্ষেপ অনেক কমে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি বলেন, “ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন প্রোগ্রাম একটি ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম, যা ইমিগ্রেশন প্রক্রিয়াকে সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করে তুলবে। এটি যাত্রীদের সুবিধা ও দেশের নিরাপত্তা উভয় ক্ষেত্রেই গুরুত্ব বহন করবে।”

তিনি আরও জানান, এই প্রোগ্রামটি গত বছর দিল্লিতে চালু হয়েছিল। এখন পর্যন্ত দেশের ১৩টি বিমানবন্দরে এই সুবিধা চালু হয়েছে এবং মোট তিন লাখ যাত্রী এই পোর্টালে নিবন্ধন করেছেন।

অমিত শাহ উল্লেখ করেন, গত এগারো বছরে আন্তর্জাতিক যাত্রী চলাচলে ব্যাপক বৃদ্ধি হয়েছে। ২০১৪ সালে বিদেশগামী ভারতীয় যাত্রীর সংখ্যা ছিল ৩ কোটি ৫৪ লাখ, যা বর্তমানে প্রায় ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়ে ছয় কোটি ১২ লাখে পৌঁছেছে। এছাড়া, ২০১৪ সালে ভারত ভ্রমণে আসা বিদেশি যাত্রী ছিল ১ কোটি ৫৩ লাখ, যা ২০২৪ সালে প্রায় দুই কোটিে উন্নীত হয়েছে।

 

 

 

Exit mobile version