Site icon janatar kalam

অমিত শাহকে ঘিরে ভুয়ো ভিডিওর প্রচার, সরকারের তরফে স্পষ্টীকরণ — ভিডিওটি এআই-নির্মিত

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কেন্দ্র সরকার আজ স্পষ্ট জানিয়েছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং এআই-নির্মিত। ওই ভিডিওতে দাবি করা হয়েছিল যে, অমিত শাহ নাকি ভারতীয় সেনাবাহিনীর ‘গেরুয়াকরণ’-এর ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিওটি ডিজিটালি পরিবর্তিত (AI-generated) এবং পাকিস্তানি প্রোপাগান্ডা অ্যাকাউন্টগুলির মাধ্যমে ছড়ানো হচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে।

সরকারি পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, অমিত শাহ এমন কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে ওই সংস্থা মূল ভিডিওর লিঙ্ক প্রকাশ করেছে যাতে নাগরিকরা সত্যতা যাচাই করতে পারেন।

পিআইবি নাগরিকদের আহ্বান জানিয়েছে, এমন ভুয়ো খবর বা বিভ্রান্তিকর ভিডিও দেখা গেলে তা রিপোর্ট করতে — ফোনে +91 8799711259 নম্বরে যোগাযোগ করা যেতে পারে বা ইমেল করা যেতে পারে factcheck@pib.gov.in ঠিকানায়।

Exit mobile version