অভিযুক্ত প্রতারক নিজের সাফাই গাইলেন সাংবাদিক সম্মেলনে
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যবসা সংক্রান্ত একটি প্রতারণার মামলায় লড়তে আসামের হাইলাকান্দি গিয়ে আক্রান্ত হয়েছেন রাজ্যের আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। এই মামলায় অভিযুক্তের নাম পার্থ প্রতিম দেবনাথ। তিনি কৈলাসহরের বাসিন্দা। অভিযোগ হাইলাকান্দির বিভিন্ন মানুষের কাছ থেকে ১৬ কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু তারপর আর সেইটাকা ফেরত দেননি।
তাই প্রতারিতরা কৈলাসহরের এই অভিযুক্ত প্রতারক পার্থ প্রতিম এর বিরুদ্ধে মামলা করেন। শুক্রবার যায় পার্থ প্রতিম আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে নিজের পক্ষে সাফাই গান। তিনি নাকি সবার টাকা ফিরিয়ে দিয়েছেন। এদিকে অভিযুক্ত প্রতারক পার্থ প্রতিম এর হয়ে মামলা লড়তে হাইলাকান্দি গিয়ে আক্রান্ত হন আগরতলার আইনজীবী অরিন্দম ভট্টাচার্য।
তাহলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে পার্থ প্রতিম যদি টাকা ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে মামলা হবে কেন? কেনইবা আইনজীবী অরিন্দম ভট্টাচার্য মামলা লড়তে গিয়ে সেখানে আক্রান্ত হলেন ।এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না অভিযুক্ত প্রতারক পার্থ প্রতিম দেবনাথ। তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রতারিতরা অনেক কিছু পোস্ট করছেন।
তাতে আপত্তি তুলে পার্থ প্রতিম বলেন, সামাজিক মাধ্যমে কেন কুৎসা রটানো হচ্ছে। তিনি সমস্ত তথ্য প্রমান আদালতে পেশ করবেন। এই মামলা এখন কোন দিকে গড়ায়, আদালত অভিযুক্ত প্রতারক পার্থ প্রতিম এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, তাছাড়া রাজ্যের আইনজীবীর উপর প্রতারিতদের আক্রমণের ঘটনাতেইবা আদালত কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।