অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার গাঁজা আটক ও ধ্বংস করলো আসাম রাইফেলস
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধ নেশা কারবারের বিরুদ্ধে বড় অভিযান। বুধবার সাতসকালে পশ্চিম ত্রিপুরা জেলার মানিক্যনগর এলাকা থেকে ৩৫১ কেজি গাঁজা জব্দ এবং প্রায় ১০৮৯ কেজি গাঁজা ধ্বংস করেছে আসাম রাইফেলস। জানা যায় , জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১.৫৮ কোটি, যেখানে ধ্বংসকৃত পণ্যের পরিমাণ ৩.২৭ কোটি।
এদিন আগরতলা কাস্টমস বিভাগ ও আসাম রাইফেলস এর তরফে যৌথ এই অভিযান পরিচালিত হয়। যা এই অঞ্চলে মাদক পাচারের হুমকি দমনে আসাম রাইফেলসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
সীমান্তবর্তী এলাকায় অবৈধ কার্যকলাপ প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসাম রাইফেলসের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই সফল নিষেধাজ্ঞা জারি করা হয়। উত্তর-পূর্বে সক্রিয় মাদক চোরাচালান নেটওয়ার্কগুলিকে ধ্বংস করার জন্য এই বাহিনী সজাগ এবং প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয় সংবাদ মাধ্যমকে।