অবৈধ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিলো গ্রামবাসী
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- অশান্ত বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আবার অবৈধ উপায়ে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার হিড়িক লক্ষ্য করা গেছে। শুক্রবার সকালে সীমান্ত এলাকা শ্রীনগরে গ্রামবাসীর হাতে আটক ১১ জন বাংলাদেশী নাগরিক। সাক্রম মহকুমার পোয়াংবাড়ী আর ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের কড়লিয়া টিলা ধনঞ্জয় দেবনাথ এর পরিত্যক্ত বাড়িতে তারা অবস্থান করছিলো।
সকালে স্থানীয়রা ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয়। এলাকা সূত্রে জানা যায় এই ১১ জন বাংলাদেশি নাগরিক গুজরাট থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এখানে এসে জড়ো হয়েছিল। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৪টি শিশু সন্তানের রয়েছে।