জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পূজার চারদিন দেশী বিলেতি মদের দোকান বন্ধ থাকে। তাই এই সময়ে অবৈধ ভাবে কালোবাজারি চলে দেদার বিলেতি মদের। অভিযোগ অবৈধ ভাবে একাংশ লোক বিলেতি মদ অধিক দামে বিক্রি করে। তাই পূজার আগে বিভিন্ন জায়গায় চলছে বিলেতি মদ মজুদ। আর এই বিলেতি মদ অবৈধ ভাবে মজুদ করে ধরা পড়লো দুই ব্যক্তি। উদ্ধার প্রচুর বিলেতি মদ। দুর্গা পূজার প্রাক মুহূর্তে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জেলা পুলিশ সুপার কিরন কুমার কে-র নেতৃত্বে পূর্ব আগরতলা থানার পুলিশ শনিবার রাতে রাজধানীর আড়ালিয়া এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। এই অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিলেতি মদ। আটক করা হয় দুই জনকে। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানান আনুমানিক ১০০ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। একটি স্কুটি থেকে বিলেতি মদের বোতল গুলি উদ্ধার করা হয়েছে। একই সাথে দুই জনকে আটক করা হয়েছে। ধৃতরা বাড়ি বাড়ি ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে বিলেতি মদের বোতল গুলি নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ।