জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ সালের পর থেকে পরিবহন দপ্তরে ঘুঘুর বাসার সৃষ্টি হয়েছে। ট্রান্সপোর্ট বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করার পরও চলছে অবৈধভাবে পারমিট প্রদান ও লাইসেন্স বদলের কাজ। এই ধরনের অবৈধ কাজকর্ম বন্ধের দাবিতে বুধবার পরিবহন দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ।
সংঘের নেতৃত্বের অভিযোগ ,মোটা অংকের টাকার বিনিময় হচ্ছে এই অবৈধ কর্ম। এই কাজ বেআইনিও বটে। কারণ বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করলে পরে সেই বোর্ড ভেঙ্গে যায়। এটাই স্বাভাবিক নিয়ম। এস টি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তাই কমিটি ভেঙে গেছে । কিন্তু এই কমিটির কয়েকজন সদস্য অবৈধভাবে বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছেন ।
এই অবৈধ কার্যকলাপ বন্ধের দাবিতেই তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন বলে জানান ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সভাপতি অসীম দত্ত। তিনি আরো জানান, অবিলম্বে এই বেআইনি কার্যকলাপ বন্ধ না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।