জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে ত্রিপুরায় ঢুকে দিল্লি যাওয়ার আগেই পুলিশের হাতে আটক দুই বাংলাদেশী নাগরিক। তাদের মধ্যে একজন মহিলা। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে কতিপয় বাংলাদেশী নাগরিক ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। তবে বেশিরভাগ সময়ই পুলিশের হাতে ধরা পড়ছে। মঙ্গলবারও জি আর পি ও আর পি এফ রেলস্টেশনে নিয়ম মাফিক তল্লাশি চালাচ্ছিলেন।
এক মহিলা সহ দুইজনকে দ্রুত এক নম্বর প্ল্যাট ফর্মের দিকে আসতে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় আটক করা হয়। প্রথমে তারা নিজেদের ভারতীয় হিসেবে দাবি করে। পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তারা কোন বৈধ নথিপত্র দেখাতে পারেননি। পরে অবশ্য স্বীকার করেন দুইজনই বাংলাদেশী নাগরিক। তারা দিল্লি যাওয়ার জন্য স্টেশনে আসেন। ধৃতদের মধ্যে একজনের নাম হল মেহেদি হাসান। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত করছে। ধৃতদের বুধবার আদালতে সোপর্দ করে আগরতলা সরকারি রেল থানার পুলিশ।