জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে ঘরে ফেরার পালা। ভারত-বাংলার তৎপরতায় ভারতে আটকে থাকা অবৈধভাবে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশীকে আজ ফিরিয়ে দেওয়া হল বাংলাদেশে। আখাউড়া চেকপোষ্টে তাদের পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হল ভারতে সাজা কাটার পরও আটকে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের। উপস্থিত ছিলেন আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশন কর্তৃপক্ষ। আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশনের ঔকান্তিক প্রচেষ্টায় এবং দু’দেশের তৎপরতায় ভারতে আটকে থাকা ১২ জন বাংলাদেশি নাগরিককে মঙ্গলবার আগরতলা- আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রত্যাবাসন করা হল। ১২ জনকে তুলে দেওয়া হল তাদের পরিবার-পরিজনদের কাছে। রাজ্যে প্রতিনিয়ত আটক হচ্ছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক। ভারতে নির্দিষ্ট সাজা কাটানোর পরও তাদের অতিরিক্ত ৬ মাস থেকে এক বছর পর্যন্ত থাকতে হয় প্রত্যাবাসনের প্রসেসিং চলাকালীন সময়ে। এই সময়কালে অবৈধ অনুপ্রবেশকারীদের থাকা-খাওয়ার সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার। এর জন্য আগরতলাস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য সরকারকে। আখাউড়া চেক পোস্টে প্রত্যাবাসনের সময়কালে উপস্থিত থাকা আরিফ মোহাম্মদ এক সাক্ষাৎকারে বলেন, দু’দেশের সরকার যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও প্রত্যাবাসনের প্রসেসিং এর বিষয়টা অত্যন্ত সময় সাপেক্ষ। তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে এই সময়টাকে কমিয়ে নিয়ে আসার জন্য। এই প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। নিজেদের কৃতকর্মের সাজা কাটিয়ে বহুদিন পর নিজ দেশে, নিজের আত্মীয় পরিজনদের কাছে ফিরে গিয়ে আত্মহারা এই ১২ জন। পাশাপাশি তাদেরকে ফেরত পেয়ে স্বভাবতই খুশির জোয়ার ওপার বাংলার আত্মীয়-পরিজনদের মধ্যে।