জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে কর্মচারী সমাজকে যেসব প্রতিশ্রুতি দেওয়া ছিল, তার একটা প্রতিশ্রুতিও তারা কার্যকর করেনি। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরন, সুষ্ঠু বদলি নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। প্রতিশ্রুতি গুলি রূপায়ণের জন্য বারবার দাবি জানিয়েও কোন সুফল নেই। এমনটাই অভিযোগ এনে সাতটি জাতীয় দাবি এবং রাজ্যের শিক্ষক কর্মচারীসহ জনগণের কিছু দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামতে চলেছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড। অবিলম্বে রাজ্যের শিক্ষক কর্মচারী ও পেনশনার্সদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, সমস্ত ধরনের আউটসোর্সিং ও চুক্তি প্রথা নিয়োগ বন্ধ করে শূন্য পদগুলি পূরণের পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরন, বর্ধিত বিদ্যুৎ মাসুর ও সম্পত্তিকর প্রত্যাহার করা, শিক্ষক কর্মচারীদের প্রতি হিংসামূলক বদলি বন্ধ করাসহ মোট ৭ দফা দাবিকে সামনে রেখে আগামী ১৮ অক্টোবর আগরতলা প্যারাডাইস চৌমনিতে পথসভা সংগঠিত করবে সংগঠন। সোমবার আগরতলায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সাধারণ সম্পাদক স্বপন বল। একই সাথে তিনি আরো বলেন দাবিগুলি আদায়ের লক্ষ্যে দুর্গাপূজা শেষ হওয়ার পর সারা রাজ্যেই সংগঠন আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। রাজ্যের প্রতিটি মহকুমাতেই হবে ডেপুটেশন। একই সাথে তিনি এদিন আরো জানান সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহা সংঘ সাত দফা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আগামী তেশরা নভেম্বর দিল্লি রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে শিক্ষক কর্মচারী সমাবেশ। সর্বভারতীয় এই কর্মসূচিতেও রাজ্য থেকে শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করবে।