অবিলম্বে বিজেপি মন্ত্রীর অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীর নিকট দ্বারস্থ হল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবিলম্বে বিজেপি মন্ত্রীর অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। অপারেশন সিঁদুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কর্নেল কুরেশির ভাই বান্টি সুলেমান বলেন, সোফিয়া গোটা দেশের কন্যা। তাঁকে নিয়ে এমন মন্তব্য আসলে ক্ষমার অযোগ্য। উল্লেখ্য, কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে কটাক্ষ করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ।
পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং।
কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি মন্ত্রী বিজয় শাহ। বিজেপি মন্ত্রীর এই ধরনের বক্তব্য ঘিরে দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে।