Site icon janatar kalam

অফিসে লেট এটেন্ডারদের বিরুদ্ধে দপ্তরের আধিকারিককে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ মন্ত্রী বিকাশ দেববর্মার 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারপ্রাইজ ভিজিটে গিয়ে কর্মচারীদের উপস্থিতির হার দেখে আক্কেল গুরুম মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার তিনি ইন্দ্রনগরস্থিত হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এন্ড সেরিকালচার দপ্তরে সারপ্রাইজ ভিজিট এ যান সারপ্রাইজ ভিজিটে গিয়ে দপ্তরের তিন চার জন কর্মচারীর পে হেল্ড আপের নির্দেশ দেন মন্ত্রী।রাজ্যের অফিস আদালতে কর্ম সংস্কৃতি লাটে উঠার উপক্রম হয়েছে। কর্মক্ষেত্রে এই অব্যবস্থা দূরীকরণে মন্ত্রী বিকাশ দেববর্মা বুধবার সকালে ইন্দ্রনগরস্থিত হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এন্ড সেরিকালচার দপ্তরের আধিকারিক এর কার্যালয়ে উপস্থিত হন ।ঘড়ির কাটায় তখন দশটা চল্লিশ ।অথচ কার্যালয়ের ৭৩ জন কর্মীর মধ্যে ২০ জন কর্মী গড়হাজির। মন্ত্রী অফিস পরিদর্শনকালেই কেউ এলেন ১০:৫০এ। কেউ ১১ টা ,কেউবা আর একটু দেরি করে ১১:১০ টা নাগাদ অফিসে ঢোকেন ।কর্মচারীদের এই ওয়ার্ক কালচার দেখে আক্কেল গুরুম হওয়ার যোগার মন্ত্রী বিকাশ দেববর্মার । তিনি সংশ্লিষ্ট বিষয়ে আধিকারিককে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। অফিসে লেট এটেন্ডারদের বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু করার নির্দেশ দেন তিনি ।এ ছাড়া তিন চার জন কর্মীর পে হেল ডাপে করার নির্দেশ দেন মন্ত্রী। এ দিন কার্যালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রী এই কথা জানান। তিনি জানান যখন খুশি তখন অফিসে এলাম আর গেলাম এমনটা বরদাস্ত করা হবে না। ওয়ার্ক কালচার বজায় রাখতে হবে ।তিনি আরো জানান দপ্তরের নতুন আধিকারিকের কার্যালয় নির্মাণের অর্থ মঞ্জুর করা হয়েছে। অবিলম্বে নতুন ভবন পেতে চলেছে দপ্তর। এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা আরও জানান, তিনি এখন থেকে নিয়মিত তার দপ্তরের অফিস গুলি পরিদর্শন করবেন।

 

 

 

Exit mobile version