Site icon janatar kalam

অপারেশন সিন্দুর সফল হওয়ায় ভারতীয় জওয়ানদের অভিনন্দন জানালো ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে শনিবার আগরতলা প্রেসক্লাব প্রাঙ্গনে অপারেশন সিন্দুর সফল হওয়ায় ভারতীয় জওয়ানদের অভিনন্দন জানানো হয়। এই উপলক্ষে সকালে প্রেসক্লাব চত্বরে জোয়ানদের প্রতিকৃতিতে ফুল দিয়ে ও স্যালুট জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার বলেন, অপারেশন সিন্দুর সফল হওয়ায় ভারতবাসী হিসেবে রাজ্যের সাংবাদিকরাও গর্বিত।

এর জন্য জোয়ানদের অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে দৈনিক সংবাদ ট্রাস্ট এর চেয়ারম্যান সঞ্জয় পাল বলেন, অপারেশন সিন্দুর সফল হয়েছে দারুণভাবে। এর জন্য তিনিও ভারতীয় জওয়ানদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের মহাসচিব অলক ঘোষ, ইউনিয়নের সহ-সভাপতি চিত্রা রায়, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক সুরজিৎ পাল, খুমলং প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা, ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপ, অভিষেক দে প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 

Exit mobile version