Site icon janatar kalam

অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, নির্ভর করছে পাকিস্তানের ভূমিকার উপর: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। তা আবার চালু হতে পারে। এটা নির্ভর করছে পাকিস্তানের ভূমিকার উপর। বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি ঠিক রাখতে সরকার ও প্রশাসন সতর্ক রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় কেও ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড়া হবে না।

মঙ্গলবার আগরতলায় রবীন্দ্র ভবনে পুলিশ কনস্টবল পদে অফার বিতরণের অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেন তিনি। মুখ্যমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি। বলেন ৩৫ বছর সঙ্গে আরো ৫ বছর শুধু খুন সন্ত্রাস জঙ্গলের রাজত্বই ছিল। তাই পরিস্থিতির বদল হতে সময় লাগবে।

পুলিশ পুলিশের কাজ করছে। পুলিশের কাজে সরকার হস্তক্ষেপ করে না। তিনি এও বলেন, বিরোধীরা সবসময়েই নেতিবাচক মানসিকতা নিয়ে চলে। গঠনমূলক মানসিকতা নিয়ে এগিয়ে এলে সরকার নিশ্চয় তাদের সঙ্গে আলোচনায় বসবে। মুখ্যমন্ত্রী এদিন কিছু কথার মধ্যে দিয়ে সরকারের উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন।

Exit mobile version