জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাবার বাগান থেকে উদ্ধার এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ। মৃত গৃহবধুর নাম বর্ণালী দত্ত। ঘটনা রানী খামার এলাকায়।রবিবার সাত সকালে স্থানীয় কিছু লোকজন প্রথম প্রত্যক্ষ করে রাবার বাগানে মহিলার ঝুলন্ত মৃতদেহটি। আত্মঘাতী মহিলার বাড়ি রাবার বাগানের পাশেই। জানা গেছে পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যার পথ বেছে নেয় বর্ণালী। রাবার বাগানে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। সাত সকালে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।