জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সুসাইড নোট লিখে আত্মা হত্যা করলো জয়শ্রী গোপ নামে ১৬ বছর বয়সী এক মাধ্যমিক পাস নাবালিকা স্কুল ছাত্রী।মৃতার পিতার নাম নাম রতন গোপ,মা’র নাম স্বপ্না গোপ । ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থেকে জোলাইবাড়ি যাওয়ার পথে পশ্চিম মুহরিপুর বনবিহার গ্রামে রেল লাইনে। নাবালিকা স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে শান্তিরবাজার মহাকুমার মুহুরীপুর বনবিহার গ্রামে জনসাধারণের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জয়শ্রী সুইসাইড-নোট লিখে রেলের নিচে দেহ দিয়েছে। রেলে কাটা পড়ে তার দেহ খন্ড বিখন্ড হয়ে গেছে। এ বছরই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জয়শ্রী। জানা গেছে স্কুল থেকে মাধ্যমিক পাস মার্কশিট আনার নাম করে সে বাড়ি থেকে বেরিয়ে ছিল। কিন্তু বেলা বারোটা নাগাদ বাড়িতে খবর আসে জয়শ্রী রেলে কাটা পড়ে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় নাবালিকার অভিভাবকরাও। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষ করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মর্গে। মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। কেন কি কারনে সে আত্মঘাতী হয়েছে সে সুইসাইড-নোট থেকেই জানা যাবে বলে স্থানীয় জনতার অভিমত। সুইসাইড নোটটি পুলিশ সিজ করেছে।এই সুইসাইডের পেছনে বড় কারণ লুকিয়ে আছে বলে মনে করছেন স্থানীয় অভিভাবকরা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয় লোকজন।