নেশা বিরোধী অভিযানে আবারো বড়সড় সাফল্য পেল রাজ্যের প্রশাসন । ঘটনা খয়েরপুর ট্রাফিক পোস্টের সামনে । গোপন খবরের ভিত্তিতে বোধজং নগর থানার পুলিশের কাছে খবর যায় যে একটি ন্যানো গাড়ি যার নম্বর টি আর ০১ এ পি ০৫৬১ রাজচনতাই সিধাইয়ের দিক থেকে আসছিলো তারপর পুলিশ গাড়িটিকে খয়েরপুর ট্রাফিক পোস্টের সামনে আটক করে থানায় নিয়ে আসে এবং গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১১টি পকেটে ৩২ কেজি ৪০০ গ্রাম গাঞ্জা উদ্ধার করে । পাশাপাশি গাড়িটির চালকসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।