জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিশ্রামগঞ্জ বাজারে কংগ্রেস নেতৃত্বদের গাড়িতে ব্যাপক ভাংচুর চালায় দুষ্কৃতীরা। অভিযোগের তীর শাসক দলের দিকে। ঘটনার বিবরণে জানা যায় প্রদেশ কংগ্রেসের ইনচার্জ জারিতা লাইট ফ্লাং দুজন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা এবং অশোক দেব্বর্মা, সংখ্যালঘু নেতা জয়দুল হোসেন, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি নিশিকান্ত দেব্বর্মাকে নিয়ে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত কংগ্রেস নেতা দুলাল ঘোষের স্টেইট ব্যাংক এর বিল্ডিং -এ আয়োজিত কংগ্রেস কর্মীদের সাথে মত বিনিময় সভায় যোগদান করেন। দুপুর বারোটা থেকে শুরু হয় সভা। কিন্তু দুপুর দুটো নাগাদ হঠাৎ একদল দুষ্কৃতীকরী লাঠিসোটা নিয়ে কংগ্রেস নেতৃত্ব দের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। মুহূর্তের মধ্যে বিশ্রামগঞ্জ বাজারের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বাজারে উপস্থিত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। অভিযোগ সেই সময় পুলিশ দাঁড়িয়েছিল নীরব দর্শকের ভূমিকায়। প্রদেশ কংগ্রেসের ইনচার্জ জারিতা লাইট ফ্লাং অভিযোগ করেন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাংচুরের ঘটনা উপভোগ করছিল। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তিনি ফোন করে সঙ্গে সঙ্গেই পুলিশের ডিজিপির সাথে কথা বলেন এবং উক্ত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। এরপরই নাকি পুলিশ তৎপরতার সাথে মাঠে নামে এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করেন। তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে শাসকদলের দুষ্কৃতীদের উদ্দেশ্যে চরম হুশিয়ারি দিয়ে বলেন এই ধরনের হামলা হুুজ্জতি করে কংগ্রেস কর্মীদের আটকে রাখা যাবেনা। আগামী দিনে কংগ্রেসের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে।