জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দুর্গা চৌধুরীপাড়ায় চাঞ্চল্যকর জোড়া খুন কান্ডের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এক অভিযুক্ত।বোধজং নগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃত অভিযুক্তের নাম রোহিত কুমার সিনহা। বাড়ি আগরতলা উজান অভয়নগর এলাকায়। বাবার নাম শংকর কিশোর সিনহা। বোধজংনগর থানাধীন দুর্গা চৌধুরীপাড়ার বৃন্দা পাড়া থেকে রবিবার হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় পুষ্পক সাহান এবং বাসুদেব দেববর্মা নামে দুই যুবককে । তাদের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন।এই জোড়া খুন কাণ্ডে পুলিশ তদন্তে নেমে রবিবার সন্ধ্যার পর জানতে পারে মৃতদের নাম পুষ্পক সাহা এবং বাসুদেব দেববর্মা। তাদের বাড়ি রাজধানীর কৃষ্ণনগর অ্যাডভাইজার চৌমুহনীতে। পরিবারের লোকজন মৃতদেহ দুটি শনাক্ত করার পরেই পরিবারের তরফ থেকে বোধজংনগর থানায় মামলা দায়ের করা হয়। মামলা হাতে নিয়েই তদন্ত শুরু করে পুলিশ।১২ ঘণ্টার মধ্যেই তদন্তে সাফল্য পায় বোধজং নগর থানার পুলিশ। এই খুনের মামলায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে উজান অভয়নগর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অভিযুক্তের নাম রোহিত সিনহা। রোহিত সিনহার দাবি অনুযায়ী মৃত দুই যুবক মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। নন্দননগর অক্সিলিয়াম স্কুল সংলগ্ন এলাকায় তারা মাদক সরবরাহ করত। যার ফলে এলাকায় মাদকাসক্ত যুবকদের হার অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছিল। পুষ্পক এবং বাসুদেবকে ওই এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার জন্য বলেছিল ওই এলাকার স্থানীয় কিছু যুবক। কিন্তু তার পরেও তাদের ব্যবসা সেখানে তারা বন্ধ করেনি।রোহিত তার অপরাধের কথা স্বীকার করেছে। সোমবারই তাকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে বোধজং নগর থানার পুলিশ। পুলিশের ধারণা অনুযায়ী এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদেরও খুব শীঘ্রই জালে তোলা সম্ভব হবে।