Site icon janatar kalam

গভীর রাতে চোরের দল এক বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নিল মোবাইল সহ স্বর্ণালংকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
চুরির ঘটনা রাজ্যে এখন আর নতুন কোন বিষয় নয়। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় ঘটছে একাধিক চুরির ঘটনা। দিনদিন চোরের উৎপাত বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্কগ্রস্ত সাধারন মানুষ। এর মধ্যেই আবারো গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত কমলাসাগর বিধানসভার সেকেরকোট পশ্চিমপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় রবিবার গভীর রাতে এলাকার নারায়ণ শীলের ছেলে টিটু শীল সহ তার গোটা পরিবার বাড়িতে ঘুমিয়ে ছিল। ঠিক সেই সময়ই চোরের দল তাদের ঘরে ঢুকে একটি মোবাইলসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চোরের দল পালিয়ে যাওয়ার সময় শব্দ পায় পরিবারের লোকজন।পরে তাদের চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসলেও চোরের দলকে আটক করা সম্ভব হয়নি। পরে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির ঘটনার প্রাথমিক তদন্তে নামে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকেও সোমবার সকালে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আমতলী থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে গোটা বিষয়টি পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করে দেখবে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের দাবি এধরনের চুরির ঘটনা আরো অনেকবার ঘটেছে। কিন্তু চোরের দলকে পাকড়াও করা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় এলাকার অনেকেই ধারণা করছে নেশাখোরেরা টাকার অভাবে এলাকায় মানুষের বাড়ি ঘরে চুরির ঘটনা সংঘটিত করছে।

Exit mobile version