জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অব্যাহত খাদ্য দপ্তরের অভিযান। রুটিন তল্লাশি চালিয়ে যাচ্ছে ফুড ইন্সপেক্টররা। মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রি ও অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় চেকিং করেছে ফুড ইন্সপেক্টররা। শুক্রবার রুটিন চেকিং এ বের হয়ে হাঁপানিয়ার বিভিন্ন দোকানে যায় খাদ্য দপ্তরের কর্মীরা। এই দিনের অভিযানে তিনটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে। যেগুলিকে কমার্শিয়াল ভাবে ব্যবহার করছিল বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে। অব্যাহত রয়েছে খাদ্য দপ্তরের অভিযান এছাড়াও কয়েকটি দোকানে তল্লাশি চালিয়ে মেয়াদ উত্তীর্ণ জিনিস বাজেয়াপ্ত করেছে।একই সঙ্গে দোকানদারদের সতর্ক করে জানিয়েছে, যাতে করে কোন অবস্থাতেই দোকানে মেয়াদ উত্তীর্ণ অন্য সামগ্রী না বিক্রি করে।জিনিসপত্রের দাম যাতে বডি প্রিন্ট এর ওপর এক টাকাও কোন দোকানদার না নিতে পারে।