Site icon janatar kalam

মূল্য নিয়ন্ত্রণে খাদ্য দপ্তরের অভিযান অব্যাহত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিভিন্ন জিনিসপত্রের গুণগত মান বজায় রাখার উদ্দেশ্যে অভিযান অব্যাহত রয়েছে খাদ্য জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের। প্রায় প্রতিদিন রাজধানী আগরতলা সহ বিভিন্ন জেলা মহকুমা সদরগুলিতে অভিযান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা।বৃহস্পতিবার সদর মহকুমা শাসক ও খাদ্য জনসংভরণ এবং ক্রেতা সার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজধানীর নতুন নগর কো-অপারেটিভ এলাকায় প্রায় সমস্ত দোকানে অভিযান চালানো হয়েছে। অভিযান কালে দপ্তরের কর্মীরা বেশ কিছু অনিয়ম লক্ষ্য করেছে। বেশ কয়েকটি দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য সহ অন্যান্য জিনিসপত্র পেয়েছে। পাশাপাশি তিনটি হোটেলে অভিযান চালিয়ে অবৈধ তিনটি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে। দেখা গিয়েছে কমার্শিয়াল প্লেইজে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে।এ নিয়ে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ সুরক্ষা বিষয়ক দপ্তর এবং সদর মহকুমা শাসকের পক্ষ থেকে তিনটি দোকানের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Exit mobile version