জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রবেশের পথে বদরপুর পুলিশ আটক করেছে আট কোটি টাকার ড্রাগস। একই সঙ্গে গ্রেফতার করেছে তিনজনকে। গোপন সুত্রের ভিত্তিত্বে করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে মঙ্গলবার গভির রাতে বদরপুর এলাকার উমরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ড্রাগস সহ তিন পাচারকারিকে আটক করা হয়। আটককৃত তিন যুবকের নাম হাছান আলী ,খাছরুল ইসলাম ও রঞ্জুল হুসেইন।বর্তমানে ধৃতদের থানায় আটকে রেখে টানা জিঙ্গাসাবাদ করছে পুলিশ।