জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার সন্ধ্যায় দশমীঘাট থেকে বটতলার এলাকায় বাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় জনগণের তৎপরতায় একটি এচিভার মোটর বাইক যার নম্বর TR01Y 5768(Achiever) উদ্ধার করা হয় এবং তেলকাজলা, মেলাঘরের সুভাষ রুদ্রপল এবং ক্যাম্পের বাজারের আকাশ রায় নামে দুই বাইক চোরকে আটক করা হয়। দুই চোরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিম আগরতলা থানা মামলা নেয়, যার কেস নাম্বার, 2023WAG1 u/s 382D।অপরদিকে আরেকটি চুরির ঘটনায় নির্ভরযোগ্য সূত্রের গোপন তথ্যের ভিত্তিতে সিধাই পিএসের অধীনে হেজামারা থেকে ল্যাপটপ ব্যাগ ও তার আনুষাঙ্গিক সহ একটি চুরি করা ল্যাপটপ উদ্ধার করা হয়। তেলিয়ামুড়ার তমাকারির অমৃত দেববর্মা অ্যাডভাইজার চৌমুহনীর এক আইনজীবীর বাড়ি থেকে ল্যাপটপটি চুরি করে হেজামারা বাজারের বিজয়নগরের রাকেশ দেবনাথের কাছে কাছে বিক্রি করে। পশ্চিম থানার পুলিশ PS মামলা নং 100/2023 u/s 457/380 IPC এই ধারায় মামলা নিয়ে দুজনকে আটক । চারজনকে সোমবার কোর্টে তোলা হবে বলে জানান পুলিশ।