জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় ১০ লক্ষ টাকার গাঁজা আটক করেছে গঙ্গানগর থানার পুলিশ। নেশা বিরোধী যৌথ অভিযান চালিয়ে গন্ডাছড়া এবং গঙ্গানগর থানার পুলিশএকটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১০৬ কেজি গাজা উদ্ধার করেছে। একই সঙ্গে আটক করেছে গাড়িসহ গাড়ির চালক রুপক রায়কে । এ নিয়ে গঙ্গানগর থানার ওসি জানান ,গাড়িটিতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে প্রায় ১০ লক্ষ৬০ হাজার টাকার শুকনো গাজা উদ্ধার করেছে।