জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় আড়াই লক্ষ টাকার ব্রাউন সুগার সহ সাত কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন অটো গাড়ি ,নগদ ৩হাজার টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করেছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর এনসিসি থানার ওসি সুশান্ত দেব উজান অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের সামনে থেকে সাতজন ড্রাগস কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।