জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় দুই কোটি টাকার গাজা উদ্ধার অসম চোরাই বাড়িতে। ফের ত্রিপুরা পুলিশের চোঁখে ফাঁকি দিয়ে অসম চুড়াইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে পৌঁছতেই বিপুল পরিমাণ গাঁজা বোঝাই ডাম্পার গাড়ি সহ আটক দুই পাচারকারি। দেড় টনেরও অধিক গাঁজা আটকে প্রশ্ন উঠছে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে। শনিবার সকাল দশটা নাগাদ আগরতলা থেকে একটি চৌদ্দ চাকার খালি ডাম্পার গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুড়াইবাড়ি ওয়াচপোস্টের নাকা পয়েন্টে আসতেই ইনচার্জ প্রণব মিলি গাড়িটি সিগন্যাল দিয়ে তল্লাশি করেন। তখন গাড়ির বডির ভেতরের গোপন কেবিনে থাকা এই বিশাল গাঁজাগুলি উদ্ধার করে পুলিশ। ৮২ প্যাকেটে মোট ১৬৪০ কেজি শুকনো গাঁজা, যার কালোবাজারি মূল্য এক কোটি চৌষট্টি লক্ষ টাকা বলে জানা গেছে। সঙ্গে ত্রিপুরা রাজ্যের সোনামুড়ার দুই যুবক রাকেশ গাজী ও ফজর আলীকে আটক করা হয়েছে।তাদের দুজনের বয়স ৩০ বছর। তারা জানায় দুজনে আশি হাজার টাকার বিনিময়ে এই বিপুল পরিমাণ গাঁজা আগরতলা থেকে কলকাতা নিয়ে যাচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে বাজারীছড়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।