জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরি করে দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় ক্ষুব্ধ জনতা তালা ঝুলিয়ে দিয়েছে এডিসি ভিলেজে অফিসে।গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মোহনপুর এডিসি ভিলেজের উপজাতিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর তৈরি করে দ্বিতীয় কিস্তির টাকা পায়নি। তাদের অভিযোগ বারবার ভিলেজ কাউন্সিল অফিসে যোগাযোগ করা সত্ত্বেও টাকা দেওয়ার নাম গন্ধ নেই। ফলে উত্তেজিত জনতা ক্ষুব্দ হয়ে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছে।