Site icon janatar kalam

চোরকে আটক করে পুলিশে দিয়ে দিল জনতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- .নিজের নেশাখোর চোর ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য ফোন করেও ধরিয়ে দিতে ব্যর্থ হল জন্মযাত্রী মা। ঘটনা বিশাল গড়ের রঘুনাথপুর এলাকায়। তবে সঙ্গী অপর কুখ্যাত চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছিল রঘুনাথপুর এলাকার মানুষ। মঙ্গলবার দুপুরে সরকারি একটি লোহার ব্রিজের সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছিল এক যুবক। এই সময়ে স্থানীয় জনতা তাকে আটক করে খবর পাঠায় পুলিশে। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেলেও অপর চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে বাড়ি থেকে। পালিয়ে যাওয়া চোরের মায়ের বক্তব্য, গত বেশ কয়েক মাস ধরে তার নেশাশক্ত ছেলের উৎপাতে দুর্বিষহ হয়ে উঠছিল জীবন। বাড়ি ঘরের সমস্ত জিনিসপত্র বিক্রির পরে শুরু করে দিয়েছিল মানুষের বাড়ির জিনিসপত্র চুরি। তাই বাধ্য হয়ে জন্মদাত্রী মা স্থানীয় নেতৃত্বের শরণাপন্ন হয়ে ছেলেকে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। মঙ্গলবার সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে।

Exit mobile version