Site icon janatar kalam

কর্তব্য গাফিলতিতে শোকজ এলডিসিকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কর্তব্য গাফিলতীর অভিযোগে মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কর্মরত এক এলডিসিকে নোটিশ জারি করেছে শিক্ষা দপ্তর। প্রসঙ্গত, তেলিয়ামুড়া মহকুমাধীন মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কর্মরত সরকারি কর্মীদের বিরুদ্ধে সঠিক সময় অফিসে না আসা সহ অফিস ফাঁকি দেওয়া ও অফিসের সময় শেষ হওয়ার আগেই বাড়ি চলে যাওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। সূত্রের খবর, প্রায়শই এক থেকে দুই জন কর্মীর উপস্থিতিতেই গোটা মঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়টির কার্য পরিচালিত হয়। কারণ, সামান্য একটু বৃষ্টি হোক কিংবা নিজেদের ব্যক্তিগত কারণে কার্যালয়ে কর্মরত সরকারি কর্মচারীরা হামেশাই অফিস ফাঁকি দিয়ে থাকেন।

Exit mobile version