জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিন দুপরে রাজধানীতে ট্রাফিক পুলিশের সামনে কিডন্যাপ হল এক যুবক। পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্কুটি ও জুতা। প্রত্যক্ষদর্শীদের মতে কিডন্যাপে দায়সারা ভাব দেখাচ্ছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। প্রকাশ্য দিবালোকে রাজধানীর উত্তর গেট ট্রাফিক পয়েন্টের সামনে থেকে কিডন্যাপ হয়ে গেল এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ৪-৫ জন যুবক লাল রঙের একটি গাড়ি নিয়ে এসে উত্তর গেট সংলগ্ন স্থানে স্কুটিতে বসা এক যুবককে টেনে হিসরে গাড়িতে তুলে নিয়ে যায়। রাস্তায় পড়ে রয়েছে যুবকের স্কুটি ও জুতা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উত্তর গেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সমস্ত কিছু দেখেও কোন ভূমিকা গ্রহণ করেনি। গাড়ির নাম্বারটি ওনার হাতে লেখা রয়েছে। আশ্চর্যের বিষয় হল কোন এক অজ্ঞাত কারণে ট্রাফিক পুলিশ কর্তব্যরত সাংবাদিকদেরকেউ নাম্বারটি দিতে অসম্মতি প্রকাশ করে। এ নিয়ে পথ চলতি মানুষের সাথে ট্রাফিক পুলিশের হাতাহাতিও হয়েছে |উত্তর গেট এলাকায় একশ্রেণীর মানুষ কর্তব্যরত ট্রাফিক পুলিশের এহেন ভূমিকায় তীব্র খুব প্রকাশ করেন।বলেন ট্রাফিক পুলিশের তৎপরতায় অনায়াসে কিডন্যাপারদের ধরা যেত। তবে কিডন্যাপ হওয়া যুবকটির নাম পরিচয় জানা যায়নি। এদিকে রাজধানী শহরে কিডন্যাপ হওয়ার ঘটনা ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা শহরে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। একশ্রেণীর মানুষ বলাবলি করছে ট্রাফিক পুলিশ আর কর্তব্যরত পুলিশ শহরের শুধুমাত্র ব্যস্ত থাকে মানুষ থেকে কিভাবে জরিমানা আদায় করা যায় সে নিয়ে।এছাড়া নিরাপত্তায় কোন কাজে আসছে না পুলিশ কিংবা ট্রাফিক পুলিশ। তার জন্য কঠোর নজরদারি করা প্রয়োজন পুলিশ দপ্তরের কর্তা ব্যক্তিদের।