Site icon janatar kalam

রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ ড্রাগস উদ্ধার

রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ ড্রাগস সহ দুইজনকে গ্রেপ্তার করেছে আমবাসা থানার পুলিশ। আটককৃত ড্রাগসের পরিমাণ ৩কেজি ৪৬ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৩০কোটি ৮ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মিজোরাম থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার করেছে। ধলাই জেলার পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি টিম সারা রাত্র গাড়িটিকে ধাওয়া করে ভোর তিনটা নাগাদ আটক করতে সক্ষম হয়। পুলিশের কাছে খবর ছিল গাড়িটি সিপাহীজলা জেলার দিকে যাবে। জেলা পুলিশ সুপার জানিয়েছে স্মরণকালের মধ্যে ত্রিপুরা রাজ্যে এটি সবচেয়ে বড় ড্রাগস আটকের ঘটনা।

Exit mobile version