জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঈদের আগে রাজ্যের বিভিন্ন স্থানে গবাদি পশু চুরির হিড়িক পড়েছে। কারো তিনটি, কারো একটি আবার কারো চার-পাঁচটি গবাদি পশু নিয়ে রাতের অন্ধকারে চম্পট দিচ্ছে চোরের দল। সোমবার রাতে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের দুটি বাড়ি থেকে চারটি গবাদি পশু নিয়ে পালিয়ে যায় চোরের দল। অসহায় পরিবার গুলি। শুধু গোলাঘাটিতে নয় বাংলাদেশ সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে গত রবিবার সোমবার রাতে অনেকগুলি গবাদি পশু চুরি হওয়ার খবর পাওয়া গিয়েছে।