Site icon janatar kalam

ড্রাগসে আসক্ত এক চুরকে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী, ঘটনা তেলিয়ামুড়া রাজনগর এলাকায়

জমতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- ড্রাগসের করাল গ্রাসে আসক্ত এক যুবককে তথা দাগি পেট্রোল কে চুরি করার অভিযোগে চুরি যাওয়া সামগ্রিক সহ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় সচেতন জনগণ। ঘটনার তেলিয়ামুড়া থানা ধীন রাজনগর এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন বেশ কয়েকটি এলাকায় চুরি কান্ডের ঘটনা ঘটছে। আর তার নেপথ্যে রয়েছে ড্রাগসের করালগ্রাসে আসক্ত একাংশ যুবসমাজ। কয়েকদিন বাদে বাদেই তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জায়গায় চুরি ঘটনা ঘটেই চলছে। জানা গেছে, নেশার করালগ্রাসে আসক্ত যুবক নিতাই দে ওরফে পেট্রোল প্রতিনিয়তই ড্রাগস সেবন করে থাকে। আর এই ড্রাগস -এর কৌটা কিনার জন্য প্রতিনিয়ত চুরি করে থাকে নিতাই দে। বাড়ির মালিকের অনুপুস্থিতির সুযোগ নিয়ে নিতাই দে ওরফে পেট্রোল তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকার বাসিন্দা শংকর সাহা পরিবারের লোকেদের অনুপুস্থিতিতে ঘরের পেছন দিক ভেঙে টিভি চুরি করে। শংকর সাহা বাড়িতে এসে দেখতে পায় তার ঘরের ঘরের পেছন দিক ভেঙে এবং টিভিসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে ‌। এলাকায় খবরা খবর নিয়ে জানতে পারে বিগত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া রাজনগর এলাকার বাসিন্দা ড্রাগসের করাল গ্রাসে আসক্ত যুবক নিতাই দে তার চুরি যাওয়া ওই টিভি নিয়ে ঘোরাফেরা করছিল বিক্রি করার উদ্দেশ্যে। শংকর সাহা -এ খবর পেয়ে নিতাই দে কে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর জানতে পারে রাজনগর এলাকায় জনৈক এক ব্যক্তির কাছে ২,৭০০ টাকার বিনিময়ে টিভি -টি বিক্রি করে দেয়। পরবর্তীতে শংকর সাহা এলাকার লোকজন সমেতওই ব্যক্তির বাড়িতে গিয়ে প্রত্যক্ষ করতে পারে যে টিভিতে চুরি গিয়েছে এটি তারই। এদিকে নিতাই দে জানায়, ড্রাগস কিনার জন্যেই সে চুরি করেছে শংকর সাহা বাড়ি থেকে। পড়ে এলাকাবাসীরা গণধোলাই দিয়ে চুরি যাওয়া টিভি সমেত পুলিশের হাতে তুলে দেয় দাগি চোর তথা ‌ড্রাগস সেবনকারী নিতাই দে -কে। এদিকে রাজনগর এলাকা থেকে অভিযোগ, নেশা সেবন এবং বিক্রয় কারীরা গোটা এলাকা -কে অভিশপ্ত বানিয়ে তুলছে। আর গোটা এলাকার যুবসমাজ দিনের পর দিন নেশার করালগ্রাসে আসক্ত হয়ে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তবে প্রত্যেকবারই এলাকাবাসীদের তরফ থেকে নেশা কারবারি এবং নেশা সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি থাকলেও, কোনো এক অজ্ঞাত কারণে পার পেয়ে যাচ্ছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ওই একাংশ যুব সমাজ। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে খবর।।

Exit mobile version