Site icon janatar kalam

১৩ বছরের নাবালিকাকে শ্লীলতা হানির চেষ্টা গৃহ শিক্ষকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষক সমাজের মেরুদন্ড ।সে সরকারি শিক্ষক হোক আর গৃহ শিক্ষক সমাজের উঁচু স্থানে তার স্থান। মা বাবার পরের স্থান শিক্ষককে দেওয়া হয়। আর সেই শিক্ষক যদি ছাত্রীদের উপর যৌন লালসা চরিতার্থ করতে চায় তাকে শিক্ষক রূপী দানব বলে আখ্যায়িত করা হয়। আজ এমনই এক ঘটনা প্রকাশ্যে এলো বিলোনিয়া মহকুমার রাজনগরের পি আর বাড়ি থানার অন্তর্গত রাধানগরের দক্ষিণ পালপাড়া এলাকায়। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ১৩ বছরের নাবালিকাকে বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে তার বিভিন্ন গোপন অঙ্গে হাত দিয়ে শ্লীলতা হানি করে এবং পাশবিক লালসা চরিতার্থ করার চেষ্টা করে গৃহ শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী। অভিযোগ ছাত্রীর মা এবং বাবার। না বালিকা ছাত্রের মা-বাবা জানায় বিগত দু মাস ধরে রাধানগর এলাকার আউস্টি কলোনির বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরী কে তাদের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাড়িতে পড়ানোর জন্য রাখা হয়। কিন্তু বিগত কিছুদিন ধরে পড়ানোর সুযোগ নিয়ে নাবালিকা ছাত্রীর বিভিন্ন গোপন অঙ্গে হাত দেয় বলে জানান ছাত্রীর মা-বাবা। তারা জানে প্রথম অবস্থায় ছাত্রীর কথা শুনে ঘটনার সত্যতা যাচাই করার জন্য পড়ার ঘরে একটি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলেন। আর তাতেই পাষণ্ড গৃহ শিক্ষকের কুকীর্তি ধরা পড়ে। তারপর ওই শিক্ষককে জিজ্ঞাসা করতেই শিক্ষক তার স্বীকার করে নেয়। পরবর্তী সময়ে বিষয়টাকে মীমাংসা করার চেষ্টা হলেও এই ধরনের শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য নাবালিকা ছাত্রীর মা আজ সন্ধ্যায় পি আর বাড়ি থানায় সম্পূর্ণ ঘটনা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মামলা করেন। এখন দেখার বিষয় এই ঘটনায় পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Exit mobile version