Site icon janatar kalam

ধর্মের নামেও চিটিংবাজি ঘঠিত অবৈধ কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মের নামেও চিটিংবাজি। শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের নাম করে কেন্দ্রীয় কমিটির ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কমিটিকে অবৈধ বলে ঘোষণা করেছে শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা মন্দির বনমালীপুর ও টাউন প্রতাপগড় শাখা। রাজ্যে একশ্রেণীর চিটিংবাজরা ধর্মের নামেও ব্যবসা শুরু করার ফাঁদ আটতে শুরু করেছে।।সম্প্রীতি ত্রিপুরা রাজ্যের রাম ঠাকুরের সেবা মন্দির গুলির কারও কোনও মতামত ছাড়া সেন্ট্রাল কমিটি করে সোশ্যাল মিডিয়ায় একটি কমিটির নাম প্রচারিত হয়েছে। এ নিয়ে মঙ্গলবার শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বনমালীপুরে আয়োজিত সাংবাদিক বৈঠকে তীব্র প্রতিবাদ জানান বনমালীপুর সেবা মন্দিরের সম্পাদক স্বপন কুমার বনিক। ছিলেন তাউন প্রতাপগড় সমবেত উৎসব মন্দিরের সম্পাদক নিমাই কর। তাদের বক্তব্য গোটা ত্রিপুরা রাজ্যে ৬৪ টি সেবা মন্দির রয়েছে। সেগুলি মূলত পরিচালিত হয় শ্রী শ্রী কৈবল্য ধামের সপ্তম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালিপদ ভট্টাচার্যের নির্দেশানুসারে। কোথাও কোন কমিটি গঠিত হলেও কালিপদ ভট্টাচার্যের আদেশ থাকতে হয়।বর্তমানে যে কমিটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, সেই কমিটি সম্পূর্ণ অবৈধ। এই কমিটিকে কেউ মান্যতা দেবে না। এদিনের সাংবাদিক বৈঠকে সম্পাদক স্বপন কুমার বণিক আরও জানান, সোশ্যাল মিডিয়ায় গঠিত কমিটিকে কিছুতেই যেন সত্য বলে মনে না করে রাম ঠাকুরের বিভিন্ন সেবা মন্দিরগুলি। অফিসিয়ালি কোন কেন্দ্রীয় কমিটি গঠিত হলে সেটা শ্রী শ্রী কৈবল্য ধামের সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ কালিপদ ভট্টাচার্যের নির্দেশেই হবে। এ দিনের সাংবাদিক বৈঠকে আগরতলা ও তার সন্নিকটস্থ সমস্ত সেবা মন্দিরের ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল। উপস্থিত প্রত্যেক ভক্তই সোশ্যাল মিডিয়ায় দেওয়া কমিটির সম্পূর্ণ বিরোধিতা করেছে।

Exit mobile version