Site icon janatar kalam

পাট্টার জায়গায় গাছ লাগাতে ২ লক্ষ টাকা ঘুষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘুষ না দেওয়ায় রাবার বাগান কেটে ধ্বংস করল এক ফরেস্ট অফিসার। সংবাদে প্রকাশ সরকারি জমির পাট্টা পেয়ে লিটন শীল নামে এক যুবক পাঁচকানি জায়গায় ৩৫০ টি রাবার গাছ লাগায়। খবর পেয়ে গোমতী জেলার যতনবাড়ি ফরেস্ট বিট অফিসার প্রসেনজিৎ বণিক, লিটন শীলকে ডেকে পাঠিয়ে 2 লক্ষ টাকা ঘুষ হিসেবে চায়। এদিকে লিটনশীল টাকা দিতে অস্বীকার করায় ক্ষুব্ধ ফরেস্ট বিট অফিসার প্রসেনজিৎ বণিক রবিবার বিকেলে বনদপ্তরের কর্মীদের দিয়ে গাছগুলি কেটে ফেলে দেয়। এ নিয়ে অসহায় লিটনশীল গোমতী জেলার ডি এফ ও কেউ জানিয়েছে। জানিয়েছে ফরেস্টের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদেরকেউ। রহস্যজনকভাবে কারও কাছ থেকে কোন সুদুত্তর না পেয়ে দ্বারস্থ হয়েছে থানার। থানায় মামলা দায়ের করেছে গুণধর ওই ফরেস্ট বিট অফিসারের বিরুদ্ধে।

Exit mobile version