জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফাঁসিতে আত্মহত্যা করেছে ১৫ বছর বয়সি এক কিশোরী। ঘটনা ভাটি অভয়নগর এলাকায় রবিবার রাতে। শিউলি ঋষি দাস নামে মৃত কিশোরীর বাবা জানায়, রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই বাড়ির বাইরে হাটতে বের হয়েছিল। এই সময়ে কিশোরী একা বাড়িতে ছিল। কিছুক্ষণ পর কিশোরীর মা বাবা বাড়িতে ফিরে এসে দেখে ঘরের দরজা বন্ধ। কোন সাড়া দিচ্ছে না তাদের ডাকে। পরে বাধ্য হয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে কিশোরীর ঝুলন্ত দেহ। চিৎকার চেঁচামেচি করে কিশোরীটিকে নামিয়ে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবিতে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে ওই কিশোরীকে। তবে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ওই নাবালিকা, সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে পরিবারের লোকজন। মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ মা বাবা ও আত্মীয় পরিজনরা।