জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্রাউন সুগারের নেশায় কেড়ে নিল ২২ বছরের এক যুবকের তরতাজা প্রাণ। সংবাদে প্রকাশ,সূর্যমনি নগর এলাকার বাসিন্দা উত্তম সরকার নামে ওই যুবক দীর্ঘদিন যাবত ব্রাউন সুগারের নেশা করত।শুক্রবার হঠাৎ করে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে উত্তম সরকার। বৃদ্ধ বাবা তাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসা চলাকালীন শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে উত্তম সরকার । শনিবার তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।এদিকে অল্প বয়সের ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে ৬০ বছরের বৃদ্ধ বাবা।