জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তোল্লা না দেওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার ঠিকাদারি কাজে নিযুক্ত এক ম্যনেজার । ঘটনা ঋষ্যমূখ ব্লক এলাকায় । জানা যায়,ঋষ্যমূখ ব্লক কার্যালয়ের সামনে একটি আরসিসি ব্রিজ নির্মাণ কাজের বরাত পায় শান্তির বাজারের ঠিকাদার পঙ্কজ মল্লিক।কাজ তদারকি করার জন্য ঠিকাদার পঙ্কজ মল্লিক দায়িত্ব দেয় ম্যানেজার শ্যামল আচার্যের উপর । অভিযোগ, কাজ শুরুর পর থেকেই ম্যানেজার শ্যামল আচার্যের উপর ভয় ভীতি দেখিয়ে প্রতিনিয়তই তোল্লা আদায় করত জনৈক এক ব্যক্তি । সে মোতাবেক বুধবার রাতেও সে তোল্লা আদায় করতে যায় ম্যনেজারের কাছে । ম্যানেজার তোল্লা দিতে রাজি না হওয়ায় বাঁধে বিপত্তি । চলে অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধরক মারধোর। ঘটনা এখানেই শেষ নয় ওই তোল্লাবাজ, কাজে নিযুক্ত শ্রমিকদেরও মারধর করার জন্য উদ্যত হয় । নিরুপায় হয়ে শেষমেশ ম্যানেজার আশ্রয় নেয় ঋষ্যমূখ ফারি থানাতে। পরবর্তীতে সুবিচারের আশায় বিলোনিয়া থানা একটি মামলা দায়ের করেছে সে।