Site icon janatar kalam

নেশা সামগ্রী সহ আটক এক নেশাকারবারী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একদিকে নেশাকারবারিদের রমরমা ব্যবসা যেমন বেড়েছে, অপরদিকে তাদের পাকড়াও করার ক্ষেত্রে প্রতিনিয়ত চলছে পুলিশি অভিযান । বুধবার মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় ব্রাউন সুগার ও একটি বাইকসহ এক নেশা কারবারী । ঘটনার বিবরনে প্রকাশ, দক্ষিণ মধুপুর এলাকার বাপন বণিক উরফে নান্টু, দীর্ঘদিন যাবৎ মধুপুর এলাকায় ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল নেশা জাতীয় সিরাপের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ এদিন রাতে তার বাড়িতে হানা দিয়ে ১৫৩ টি ব্রাউন সুগারের কন্টেইনার,একটি বাইক উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসে ।অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন।

Exit mobile version