জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঠাকুর পুজোর জন্য মায়ের বকুনি ও থাপ্পরের অপমানে বিষ খেয়ে আত্মহত্যা করে ১৬ বছরের এক কিশোর। ২২ তারিখ সোমবার ভুবনবন এলাকায় উজ্জ্বল ঋষি দাস নামে যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনায় প্রকাশ মায়ের বকুনি খেয়ে দীর্ঘ সময় বাড়িতে না আসায় উজ্জ্বল ঋষি দাসের বাবা ছেলেকে ডেকে আনেন , তারপর কিশোর নিজেই তার বাবাকে জানান সে বিষপান করেছে। ছেলের কথা শোনার সঙ্গে সঙ্গেই বাবা তাকে আই জি এম হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জিবি হাসপাতালে রেফার করে দেয়। এদিকে গুরুতর অসুস্থ কিশোরকে জিবি হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। মঙ্গলবার তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে মৃত কিশোরের বাবা।