Site icon janatar kalam

ফিল্মি কায়দায় বাইক চুরি বিশালগড়ে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নাটকীয় কায়দায় বাইক চুরির ঘটনা ঘটল বিশালগড়ে । বাইক কিনতে এসে ট্রায়াল দেবার নাম করে বাইক নিয়ে চম্পট দেয় অচেনা এক ক্রেতা। শেষে বিশালগড় থানার শরণাপন্ন হয়ে বাইকের সন্ধান পায় বাইক মালিক। বাইক বিক্রির জন্য ওএলএক্স এ বিজ্ঞাপণ দিয়েছিলেন সাব্রূম হরিনার বাসিন্দা অরূপ দাশ নামের এক যুবক। পেয়েও যান এক ক্রেতার সন্ধান। মূল্য নির্ধারণ হয় কুড়ি হাজার টাকা। পূর্ব কথোপকথন অনুযায়ী বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাইক নিয়ে বিশালগড় রেলস্টেশন সংলগ্ন বাজারে চলে আসে বাইকের মালিক অরূপ দাশ। দেখা হয় ক্রেতার সঙ্গে। টাকা পয়সা লেণদেন করার আগে বাইকটি একবার ট্রায়াল দিতে চান ঐ ক্রেতা। সরল মনে বাইকটি অচেনা ক্রেতার হাতে তূলে দেয় অরূপ দাশ। ব্যস, তার পরেই বাইক নিয়ে আর ফিরে আসেনি ঐ ক্রেতা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাইকটি নিয়ে ফেরত না আসায় সন্দেহ হয় বাইক মালিক অরূপ দাশের। চুরির ঘটনা আচ করতে পেরে বিশালগড় থানার দ্বারস্থ হয় সে। শেষ পর্যন্ত বিশালগড় থানার তৎপরতায় বৃহস্পতিবার গভীর রাতে নেহাল চন্দ্রনগর এলাকার রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে বাইকটি উদ্ধার করে পুলিশ। পরে প্রকৃত মালিক অরূপ দাসের হাতে বাইকটি তুলে দেয় পুলিশ। চুরি হয়ে যাওয়া বাইকটি ফিরে পেয়ে অত্যন্ত খুশি প্রকৃত মালিক অরূপ দাস।

Exit mobile version