Site icon janatar kalam

আগুনাতঙ্কে ভুগছে বিশালগড়ের ব্যবসায়ীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আতঙ্কে ভুগছে বিশালগড় ব্রিজ চৌমুহনী এলাকার ব্যবসায়ীরা । অভিযোগ কিছুদিন পরপর কে বা কারা বিজয় নদীর তীরে আবর্জনার স্তুপে আগুন জ্বালিয়ে দিচ্ছে। যার ফলে দু দুবার দোকানে আগুন লেগে সর্বস্বান্ত হয়েছেন ৭ থেকে ৮জন ব্যবসায়ী।মঙ্গলবার সকালে ফের বিজয় নদীর তীরে আগুন জ্বালিয়েছে দুষ্কৃতিকারীরা ।ঘটনাস্থলে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দেয়। অভিযোগ সেখানে রাতে পুলিশি টহল না থাকায় দুষ্কৃতিকারীরা নেশাগ্রস্ত অবস্থায় দিনের পর দিন এই ধরনের অপরাধ করে চলেছে । স্থানীয়দের দাবি ব্রিজ চৌমুহনী এলাকায় পুলিশি টহল বাড়ানোর।

Exit mobile version