জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএমের শাখা সংগঠন খেতমজুর ইউনিয়ন নিজেদের শক্তি বৃদ্ধিতে ও সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা নিতে এক বর্ধিত সভার আয়োজন করেছেন। মূলত ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলনে কি কি বিষয় আলোচিত হয়েছে এবং কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই বিষয়গুলির উপর রিপোর্টিং পেশ করার জন্যই রবিবার এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের সম্পাদক শ্যামল দে। এ দিনের সভায় রিপোর্টিং পেশ করেন প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা। উপস্থিত ছিলেন খেতমজুর ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির অন্যান্য সদস্যরাও। ইউনিয়নের রাজ্য সম্পাদক জানান, আগামী দিনে কৃষক ও শ্রমজীবী অংশের মানুষের আর্থিক বিভিন্ন দিক নিয়ে আন্দোলন কর্মসূচি সংগঠিত করার রুপরেখা তৈরি করা হবে এই বর্ধিত সভা থেকে।