Site icon janatar kalam

নেশার বিরুদ্ধে রাজ্যে বিশেষ টাস্ক ফোর্স গঠন :- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকার কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। এক্ষেত্রে রাস্তা সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত কয়েক দশক ধরে রাজ্যের যুব সমাজ নেশার করাল গ্রাসে আক্রান্ত হয়ে মুংস হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেশামুক্ত ভারত গঠনের অঙ্গ হিসেবে রাজ্য সরকারও নেশামুক্ত ত্রিপুরা গঠনের আহ্বান জানিয়েছে। নেশমুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকার শুধু মুখে নয় তা কাজের মাধ্যমেও প্রমাণ করছে। নেশার বিরুদ্ধে রাজ্যে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য পুলিশ প্রশাসনও প্রশংসনীয় কাজ করছে বলে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান।

Exit mobile version