জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লক্ষণীয় সাফল্য পেয়েছে উত্তর জেলার পুলিশ। প্রায় ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে তিনজনকে । গোপন সুত্রের খবরের উপর ভিত্তি করে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী শনিবার সকালে চুরাইবাড়ি থানার সামনে জাতীয় সড়ক থেকে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটক করা হয় তিন ব্যক্তির নাম শুভংকর দেবনাথ, ইদ্রিস মিয়া, রজত পাল। তাদের বাড়ি সোনামুড়ার ধনপুর এলাকায়। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, এই একটি ট্যাবলেটের দাম ১ হাজার টাকা। সেই হিসাবে প্রায় ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।সোনমুড়া থেকে পুলিশ সুপারের কাছে এ তথ্য এসেছিল শেষ পর্যন্ত সফল হয়েছে অভিযান ।