Site icon janatar kalam

পাঁচ দিনের পুলিশ রিমান্ডে কাইয়ুম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নৃশংস স্ত্রী হত্যাকারী কাইয়ুম মিয়াকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে শনিবার আদালতে তুলেছে পুলিশ।আদালত সবকিছু খতিয়ে দেখে আগামী তিন তারিখ পর্যন্ত স্ত্রী হত্যাকারী কাইয়ুম মিয়ার পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। প্রসঙ্গত গত ২৭ এপ্রিল ১৭ বছরের নাবালিকা গৃহবধূ সোনিয়া বেগমকে নৃশংসভাবে হত্যার পর দেহ দুই টুকরো করে পরিত্যক্ত স্থানে ব্যাগে ভরে মাটির নিচে লুকিয়ে রেখেছিল স্বামী কাইয়ুম মিয়া। পরে পুলিশি তদন্তক্রমে কাইয়ুম মিয়াকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে পুলিশ নাবালিকা গৃহবধূর মৃতদেহের দুই টুকরো আড়ালিয়া সুভাষপল্লি কচুক্ষেত থেকে উদ্ধার করে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আড়ালিয়া সহ গোটা রাজধানীতে। খুনের পর রক্তমাখা কাপড় সহ কিছু জিনিস ঘরের পেছনে পায়খানার গর্তে ফেলে দিয়েছিল খুনি কাইয়ুম। শনিবার সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানান, আগামী তিন মে আসামিকে ফের আদালতে তোলা হবে।

Exit mobile version